পরেশ বাবুরা সপরিবারে বেড়াতে গেলেন। ফিরে এসে বুঝলেন বাড়িতে চুরি হয়ে গেছে। চারিদিক লন্ডভন্ড, অগোছালো প্রায়। কিন্তু পরেশ বাবু বা তার পরিবারের কেউই বিশেষ বিচলিত নন।
কারোর ভালো কেউই সহ্য করতে পারে না, চুরি হয়েছে অথচ কোনো হাকডাক নেই, পুলিশ এল না সব দেখেশুনে পাড়ার লোকেরা বিশেষ চিন্তিত হয়ে পড়ল।সুধীনবাবু পরেশ বাবুকে বাজারে দেখতে পেয়ে আর না বলে পারলেন না”বলছিলাম দাদা আপনাদের বাড়িতে চুরি হয়ে গেছে না?
“পরেশ বাবু গোলগাল মুখে হাসির রেখা টেনে সুধীনবাবু চিন্তিত মনে জল ঢেলে দিলেন। বললেন”না চোর ঢুকে ছিল তবে আসল জিনিসটাই নিতে ভুলে গেছে ওই ছোট বলে অবহেলা করলে যা হয়”। সুধীনবাবু হাঁ করে চেয়ে রইলেন বললেন মানে?
পরেশ বাবু বললেন “আমার স্ত্রী ভীষণ বুদ্ধিমতী বাড়ির টাকা-পয়সা সোনাদানা যেটুকু ছিল সব রেখে দিয়েছিলেন আমার নাতির খেলার বাক্সে ছোট বলে অবহেলা করলো চোরেরা”।”অথচ খেলনার বাক্সটি ছিল একেবারে সদর দরজার সামনেই।”
এ কথা বলে পরেশ বাবু হাসতে হাসতে চলে গেলেন। আর সুধীনবাবু মাথা চুলকে থমকে দাঁড়িয়ে থাকলেন।