কেউ ধান কাটি,কেউ পান কাটি
কেউ কেউ কাটি ছড়া,
সমবেত এক চেষ্টা,দেশের
মানটি উচ্চে গড়া।
কেউ কান কাটি,কেউ তান কাটি
কেউ কেটে যাই দেশ,
খাল কেটে কেউ ”কুমির আনিয়া”
মজা পান তাতে বেশ।
প্রয়োজন হলে , জান কাটে কেউ
লাভালাভ বুঝে ঢের
গতানুগতিক ছড়া কেটে কেটে
কিছু কী পেলেন টের?
ছড়াকার যত ফুঁসে উঠি তত
ছড়ার মশাল হাতে,
ছড়া কেটে শঠ,ধরি পটাপট
আর কত! উৎপাতে।