চিঠির ভাষায় বলি
আমি আর ভালো নেই।
যদিও তোমার তা আজ
জানার প্রয়োজন টুকুও নেই।
–
কেমন আছো জানতে চাই?
উত্তরের আশায় শান্তিটুকু পাই।
হঠাৎ করে লিখতে বসা ভালোবাসার ভাষায়
আবার নতুন করে বাঁচার আশায়।
–
অভিমান আর বিদায় বেলায়
যদি একটিবার দেখতে গো ফিরে
হৃদয় আমার গেছিল সেই বেলাতেই ছেড়ে ।
বন্দী হতে দিলাম ধরা
জীবন যেন আকাঙ্ক্ষাতে গড়া।
–
টোল পড়া গালে মুচকি হাসি
গভীর রাতে মন উদাসী।
অভিমান তো শুধু তোমারি একার
আমার কী ভাগ্য বল
এমনই অভিমান হল তুমি হলে অন্য কারো।
–
আজ আবার যদি তোমার মন কেমন হয়?
একটিবার ডেকে দেখো
বহুরূপী সাজে হাসাবো তোমায়
আগের মতন হবো আবার উদয়।