আমার একটা ছোট্ট বাবুই পাখির দারুণ বাসা আছে।
ওপরে তার অগোছালো তালবিরিক্ষির ছাউনি আছে।
তার ওপরে নীল চুয়ানো আকাশ থেকে শিশির পড়ে,
নিশির ঘোরে প্রিয়ার বুকে আদুল রাতের ঝরণা বহে।
তোদের একটা
কাঠ –পাথরের
অট্টালিকা,
পাষাণভারী।
একটা কঠিন
ছাদে তোরা
সুখের নামে
মুদ্রা তুলিস।
আমার নদী ছলাৎ ছলাৎ, জলের ভাঁজে বৈঠা নাচে,
হাজার তারার বাগান জুড়ে পরিযায়ীর আসর বসে,
দখিন হাওয়ার ডানায় ভরে লাল নীল সব পরী আসে,
পাতার ফাঁকে চুপটি বসা ভোরদোয়েলা গল্প বলে।
তোদের ছাদের
মরা বাগান
ধূলোট — দুপুর
চুরি করে।
হৃদয়টাকে
হাট বানিয়ে
কোটিটাকার
ব্যবসা করে।