শীত যেন এক ঘোড়ায় চড়া
অত্যাচারী জমিদার,
টগবগিয়ে আসছে দেখে
হেমন্ত তো পগার পার!
শীতটা এসে ঝাঁপিয়ে পড়ে
বাঘের দাপট যেমন তো!
বেড়ালছানার মতন ভয়ে
কাঁপছে দেখি হেমন্ত!
শীতটা মোড়া আগাগোড়া
হিমকুয়াশার চাদরে,
যাবার বেলায় হেমন্ত যে
কাঁদছে শীতের পা ধরে।
সাতসকালে ভাঙলো যে ঘুম,
বাইরে এসে দেখি, ওমা!
কান্নাগুলো শিশির হয়ে
ঘাসের ওপর হচ্ছে জমা!