–
–
ঢেউ আসে ঢেউ যায় সংসারে বেশ
চোখ দেখে বিস্ময়ে থেকে যায় রেশ,
ঢেউ থামে থেমে যায় শেষে একদিন
প্রেম আসে প্রেম যায় থেকে যায় ঋণ।
–
সবকিছু ভুলে গিয়ে ভালোবেসে ভুল
ঢেউ ভেঙে ভেসে যায় হৃদয়ের ফুল,
হৃদয় নদীতে ঢেউ,ভাসে যত অভিমান,
ভরা ঢেউয়ে ভেসে যায় সোহাগের তান।
–
ঢেউয়ে ভাসে সব স্মৃতি ঢেউতোলা মুখ
সব আশা জোট বাঁধে ঢেউয়ে ফেরে সুখ,
আবার জোয়ার আসে,ফিরে আসে ঢেউ
ফিরে আসে চুপিচুপি ঢেউ ভেঙে কেউ।