–
–
” এই যে দাদা দু’রকম আছে । একটা আঠারো টাকা প্যাকেট , একটা তেইশ।” মুদি দোকানি দুটো প্যাকেট হীশলের দিকে এগিয়ে দিয়ে বলল।
প্যাকেট দু’টো হাতে নিয়ে হীশল ভালো করে নেড়েচেড়ে, উল্টেপাল্টে দেখল। তারপর দোকানিকে বলল ” দু’টো আলাদা কিসে !”
” দু’টো আলাদা কোম্পানি দাদা। তবে তেইশেরটায় বেশি ভালো কাজ হয়, এমনটা কাস্টমাররা বলেছে।” দোকানি উত্তর দিল।
” আঠারোরটায় হবে না !” হীশল জানতে চাইল।
” কেনও হবে না। তেইশেরটায় একদিনে হলে , ওটায় দু’দিনে হবে। কাজ সিওর হবে।” দোকানি জোর দিয়ে বলল।
” তা ঘরে থাকবে না বাইরে যাবে ?” হীশল প্রশ্ন করল।
” আঠারোরটা জানি না ,তবে তেইশেরটা বাইরে যাবেই।” দোকানি আশ্বস্ত করল।
” কিন্তু এতে কার পাপ হবে, তোমার না আমার !” হীশল জিজ্ঞেস করল।
“কারুরই পাপ হবে না ।” দোকানি সাবলীলভাবে বলল।
” সেকি ! তোমার তেইশ টাকার বিষ খেয়ে ইঁদুর ঘরের বাইরে গিয়ে মরবে, আর তুমি বলছ কারুর পাপ হবে না। কারণ যাই হোক, জীব হত্যা তো পাপ, তাই না !” হীশল অবাক হল।
দোকানি একগাল হেসে বলল ” এ বিষ খেয়ে ইঁদুর শুধু বাইরে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন, একটাও মরবে না ।”