–
বেহায়া অনেক দেখেছি
লজ্জা তাদের থাকে না,
নিজের নোংরামো ঢাকতে
কোন কিছুই ছাড়ে না।
–
সময় মতো নাটক তারা
করতে ঠিকই পারে,
দুকান কাটা তবু
স্বভাব না তো ছাড়ে।
–
নিজের স্বার্থে ধূলায়
তারা গড়াগড়ি দেয়
এমন করেই তারা
সবার মন জিতে নেয়।
–
তাদের সবাই চিনতে পারে
একটা সময় পরে,
বেলজ্জ, বেহায়া এমন তারা
তবু স্বরূপ নাহি ধরে।
–
নিজের ঢাক নিজেই পেটায়
দেখায় সরল সিধা,
আসলে ত বদের হাড্ডি
করতে ক্ষতি, করে না তো দ্বিধা।
–
স্বার্থে তাদের লাগলে আঘাত
তখন স্বরূপ ধরে,
দেরি হলেও মানুষ তাদের
ক্ষমা নাহি করে।