ভাল করে চেয়ে দেখো
অন্তত একবার
কমল দৃষ্টিতে নয়, দৃষ্টি করো তীক্ষ্ণ
সহস্র প্রাচীন বটগাছ দাড়িয়ে আছে
হয়ে জরাজীর্ণ।
পাচ্ছ কি কোন পোড়া পোড়া গন্ধ?
জ্বলছে শহর আজ
জ্বলছে সাধারণের পেট
তবে কিসের এত বিভেদ।
শুধু নিজেকে ভালো রাখার নামই হয় যদি জীবন
সেই জীবনের দরকার নেই
দরকার নেই এভাবে বাঁচার
একবারও কি খোঁজ নিয়েছো
তোমার পাশে ঘর কেন আধার?
যে ছেলেটি সকাল থেকে রাত রিক্সা টানে
যে চাকর টি বাবু বলে তোমায় মানে।
সে কেমন আছে?
এ দুঃসময়েও সে কিভাবে বাঁচে ।
অর্থের জোরে তুমি আজ বাবুর সিংহাসনে
অর্থ বিনা তোমায় কেউ কি মানে?
বড়লোক তো যে কেউ
বড় মানুষ কজন হয় বলো
নিজে ভালো থাকতে, অন্যের করো ভালো ।