একক, দশক, শতক, হাজার
অযুত কিংবা লক্ষ,
অত্ত ছেলে চাই না আমার
একটা পেলে দক্ষ।
–
সদগুণে যে গুণান্বিত
সত্য ন্যায় এ শীর্ষে;
নিযুত, কোটি অযোগ্যদের
মধ্যে হবে বীর’সে।
–
আকাশ জুড়ে হাজার তাঁরা
একটা শুধু চাঁদ;
যার কারণে দূর হয়ে যায়
অন্ধকারের বাঁধ।
–
মূর্খ যারা কেবল তারা
ধ্বংস ডেকে আনে;
একটি মানুষ, মানুষ হলেই
অর্থবহ মানে।