–
–
পুরোহিত এসে গেছে কাক-ভোরে
পুজোর উপাচার তৈরি,শুরু হবে
পুজো,মেয়েরা শঙ্খ বাজায় জোর-
ছেলেরা ফল ফুল প্রসাদ সাজায়।
–
পুজো শুরু,শুদ্ধি মন্ত্র-উচ্চারিত…
বেলা বাড়ে,সূর্য ওঠে গোল লাল,
জোরে জোরে মন্ত্র উচ্চারিত হয়
যত পাপ শাপমুক্ত হওয়ার আশায়।
–
পুজো শেষ হয়,এবার যজ্ঞ হবে
আসে চন্দন কাঠ,ঘি ও কলা,মধু,
বেলপাতা,ধোঁয়ায় আচ্ছন্ন হয় দিক-
সুখ ফিরে আসবে এই আশা জাগে।
–
যজ্ঞ শেষ হয়,মুক্তি-তিলক পরানো
হবে,সবাই এগিয়ে আসে,শান্তি-জল
ছেটানো হয়,বিগ্রহের চোখে তবু জল…
কাঁদে নিষ্পাপ ঠাকুর,ছেলে,মেয়ে সব।