–
–
আজ সারা দিন ধরে মেঘলা আকাশ,বাতাস বইছে না চরাচরে।ডালিম গাছে এসে বসে পিউ কাঁহা পাখি।বাতাসে ভাসে মায়ের শরীরের গন্ধ।এ,টি,এম-এ দীর্ঘ লাইন। হাতে টাকা নেই।মায়ের দেওয়া সেই দশ টাকার কয়েন হাতে তুলে নিই।চোখে নামে জলের ধারা।ঐশ্বরিক আনন্দ পাই।চোখ বন্ধ করি, মায়ের মুখ মননে ধরা পড়ে ; মায়ের শুকনো মুখের হাসি হৃদয় বিদীর্ণ করে।পাঁকুড়ের শাখে বসা একটা কাক তারস্বরে ডেকে ওঠে।