–
–
আমিষগন্ধী সকাল দিয়ে শুরু—
নতুন নতুন সুরাপায়ীর মুখে ফুটছে খৈ।
–
নিষিদ্ধ তবক দেয়া দুপুরে ঝলসানো চামড়ায়
অভিজাততন্ত্রের খ্যামটা নাচন,
চলছেই—
অবলোহিত বর্ণের শেষ পোছ দিয়েছি এই বলে যে,
দিক হননের দিন নয় আজ।
–
দিকভ্রান্ত অকূলদরিয়ার পাড়ে
কান্নার খাড়া ঢাল বেয়ে নামছে
নিষিদ্ধ অজগরের ছা’
রোদ খাওয়া কালো গাভীর দুগ্ধবতী ওলানের দিকে
মাথা বাড়ালো সে।
–
রূপান্তরিত পৃথিবীর খাতাগুলো
প্রত্যাহার না করে,
সঠিকতর ফুটেজে,
সুন্দরই তো শোভা পায়।
নতুন নতুন সুরাপায়ীর মুখে ফুটছে খৈ।
–
নিষিদ্ধ তবক দেয়া দুপুরে ঝলসানো চামড়ায়
অভিজাততন্ত্রের খ্যামটা নাচন,
চলছেই—
অবলোহিত বর্ণের শেষ পোছ দিয়েছি এই বলে যে,
দিক হননের দিন নয় আজ।
–
দিকভ্রান্ত অকূলদরিয়ার পাড়ে
কান্নার খাড়া ঢাল বেয়ে নামছে
নিষিদ্ধ অজগরের ছা’
রোদ খাওয়া কালো গাভীর দুগ্ধবতী ওলানের দিকে
মাথা বাড়ালো সে।
–
রূপান্তরিত পৃথিবীর খাতাগুলো
প্রত্যাহার না করে,
সঠিকতর ফুটেজে,
সুন্দরই তো শোভা পায়।
–