–
–
শিখে গেল অনেক কিছু
পরিস্থিতির চাপে পড়ে
প্রজন্মের এই মানুষগুলো
নিয়েছে ইতিহাস গড়ে।
–
প্রজন্মটির ভাগ্য ভাল
দেখেছে কত ভ্যারাইটি
মোবাইলে চ্যাটিং যেমন
পোষ্ট কার্ডের লেখা চিঠি।
–
দেখেছে যেমন গরুর গাড়ি
পাতাল রেলে চড়ছে আবার
পাশের বাড়ির টিভি দেখা
মাটিতে বসে খেয়েছে খাবার।
–
খেলেছে কত কুমির ডাঙা
কাবাডি আর লুকোচুরি
মোবাইলে খেলছে এখন
কত রকম কারিগরি ।
–
হ্যারিকানের আলোয় পড়া
বিদ্যুতের ঐ হলুদ আলো
লুকিয়ে ছিল নভেল পড়া
প্রজন্মের এই মানুষগুলো ।
–
ঝরনা পেনে হাতের লেখা
শাস্তি হত বিদ্যালয়ে
বাড়ি এসেও কড়া শাসন
গুরুমশাই দিতেন কয়ে।