–
–
তোমার ক্বলব কলুষিত
গোলাপের শুভ্রতা তাই থাকবেনা।
প্রেমের নদী থেকে ভোরের ভাসমান খড়কুটো।
পৃথিবীর নজরে পড়েনি হাঁটাচলা
গৃহে গৃহে পরবাসী আমি কোন পথিক
হাত পা বাঁধা কিংবা রক্তপাত জীবন?
নীল ও সবুজ মাটি তে অজস্র চুমু
ঠুনকো ক্বলব ভেসে যায় শীতল স্রোতে।
ভোরের কাক ডাকা হতো
আমার সম্পর্কে সু তীক্ষ্ম তীর ছোঁড়া!
বিস্মিত মানুষ টির ওই সুদীর্ঘ পথ চেয়ে দেখা
ছুরিকাঘাতে সেই ক্বলব বিক্ষত হয়।