–
–
জীবনকে বড় ভালোবাসতেন
দড়ি টানাটানি খেলা কোনিদের সাথে
ফেলুদাও মাঝে মাঝে আসতেন।
উদয়ন ছিল তাই হীরক রাজার
পাপের শাস্তি হল রাজা সাজার
ছিলো না তো সাধ কোনো বড় সাধারণ
তবু যেন সাধারণ নন
সব তারা জ্বলে না তো এতো
নিয়ে বুকে সহস্র ক্ষত
কটা তারা উজ্বল হয়
ক্ষয় মুখী জীবনকে বাঁচতে শেখায়
যারা তিনি পুরোধা তাদের
বোঝা বওয়া যেন গর্বের একাকী কাঁধের
সে কাঁধ যে বাংলার কৃষ্টি বাহক
যৌবন জাতীয়তা সৃষ্টি ধারক
কেন খসে তারা এতো?
কেন নেভে আলো?
কেন তারা চলে যায়?
সব দিয়ে যারা বাসে জীবনকে ভালো।
মৃত্যু হয়না জেনো শুধু তারা খসে
অন্য জীবনে তারা দুই হাতে প্রাণপণে
জীবন ভালোবাসে
জীবন তাদেরও ভালোবাসে।
–
(সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে)
–