–
–
সব কথা বলা হয়নি
সব স্বপ্ন গুলো দেখা হয়নি।
যতটুকু দেখেছি কেবলই একক ভাবনায়
যেটুকু পেয়েছি সেটুকু ও কল্পনায়।
যখন হাত ধরার সময় ছিল
তুমি ছিলে বহুদূরে
যখন এ বুকে মাথা রাখতে এলে
তখন সময় গেছিল আমাদের ছেড়ে।
অধীর আগ্রহে অপেক্ষায়
ভুলকে আশ্রয় করে ভাবনায়
আমি আজ বড় ক্লান্ত
সব থাকতেও হয়েছি সর্বস্বান্ত।
কি জানি হয়তো এটাই আমার প্রাপ্য?
তোমায় নিয়ে ভাবতে ভাবতে লেখা হয়েছে এক কাব্য ।
দুষ্প্রাপ্য সময় আর স্মৃতির কোন
মন চাইলেও ফিরতে পারছে না আর এখন।
কবে যে কোথায় মিশে গেছে সব অনুতাপ
শাস্তি দিয়েছে কোন অতীতের পাপ।
–
–