–
–
শুধু কবিতার জন্য দিবারাত্রি লড়তে থাকা,
লড়াই হয়েছে অক্ষর আর কল্পনার সাথে ;
সমস্ত রাগ গিলে খেয়েছে ছন্দ আর সৃজন,
দখিনা বাতাসে অনুরাগ,চাঁদ উঠেছে রাতে।
–
কারসাজি করে কবিতার ভাষা সুকৌশলে তুলে
পুঁতে দেওয়া হয় সন্দেহের বাগানে,তিক্ততা বাড়ে,
কবিতার মৃত্যু হয়,পাতায় পাতায় ছদ্মবেশে ঘোরে
সব সন্ধানী অকাল ভৈরবী,কবির অসুখ চরাচরে।
–
ভ্রান্ত অপবাদে সমস্ত জমি চষা হয়,উর্বর জমিতে
ফসল বেড়েই চলে,মিথ্যের যন্ত্রণা বাড়তে থাকে;
আশার ফুল ফোটে,অসময়ে ঝরে,ছলনার কাঁটায়
বিক্ষত কবি বিশ্ব-মমার্তে তবু ভালোবাসা আঁকে।
–