–
–
আমার দু’জন সুহৃদ আছে,
দেখা এবং শোনা;
এই জীবনে ওদের প্রভাব
অনন্ত অ-গোনা।
–
চোখের দেখা কানের শোনা
ঠিক অবিকল হলে,
মিথ্যা,কপট ঝুটঝামেলা
জুটছে না ফাঁক গলে।
–
দেখা এবং শোনার মাঝে
তফাৎ দেখা দিলে,
শান্তিটুকু ছোঁ মেরে নেয়
উটকো কিছু চিলে।
–
হয়নি দেখা শুধুই শোনা
এমন কথার পরে,
নির্ভরতা বিপজ্জনক
জীবন কাঁপে ডরে।
–
আপনচোখে দেখা এবং
নিরেট সত্য শোনা,
এর চেয়ে নেই স্বস্তি কিছু
মানলে জীবন সোনা।