–
–
এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ
সেই মানুষে মানুষে রয়েছে বিভেদ , বিদ্বেষ
জাতি, ধর্ম সমস্ত কিছু আলাদা করে
মানুষকে নে পাগল মন আপন করে।
পাওয়া না পাওয়া কে দূরে রেখে
মানুষকে ভালোবাসো
নিজেকে মানুষ বলার অধিকারে ।
একা একা বাঁচার নাম জীবন নয়,
নিজের বাঁচার সঙ্গে সঙ্গে অন্য কে যে বাঁচায়,
তাকেই সর্বাঙ্গিক মানুষ কয়।
কে উচ্চমানের কিংবা নিম্নমানের
রয়েছে হরেক পার্থক্য,
ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে
মানুষকে করে নাও নিজের করে
ভালবাসার রং মেখে নাও দুহাত ভরে।
হিন্দু – মুসলিম মোরা ভাই ভাই
একে অপরের দুঃখে
কাদিবো দুজনে
হাসি দুজনে যদি আনন্দ পাই।
তাইতো আবার প্রাণ খুলে বলি …
জাতি ধর্ম সমস্ত কিছু আলাদা করে
মানুষকে নে পাগল মন আপন করে।
–