–
–
আজ তোমায় খুঁজে পায়না আমার দৃষ্টি
মনের আকাশ জুড়ে ঘন কুয়াশা,
আর কালো মেঘেদের আনাগোনা।
হৃদপিন্ডে ফিনকি দিয়ে চলে রক্তক্ষরণ !
যার আর্তনাদে আঁখি জোড়া রাতের আঁধারে
ঝরায় এক পশলা বৃষ্টি, শুধু তোমার তরে।
অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকি সন্ধ্যার গগনে !
চন্দ্রালোকের আভায় খুঁজি তোমার প্রতিচ্ছবি,
কিন্তু কোথাও পাইনা তোমার সচ্ছ প্রতিভিম্ব !
শুধু আবছা স্মৃতিগুলো ভেসে যায়
শত আলোক বর্ষ দূরে, জোঁনাক পোঁকাদের
মিটিমিটি চলার মতো !
এভাবেই খুঁজি আমি তোমায় প্রতি সন্ধ্যায়,
তুমি যে আমার সন্ধ্যা মালতী ।
–