–
–
Eternal Love – Ranesh Ray
——————————————-
I loved you once and again
For ages together
I loved you,
I loved you in hundreds of ways
In times again and again,
Endless times I loved you,
For ages together,
From one birth to another
I loved you,
I loved you again and again.
My heart remained spell bound,
Spent the whole life
To wreath a garland of songs,
Necklace of songs are threaded,
It is a gift that embraces you by neck,
To bloom you to beauty.
The more I hear the classics,
The age-old past tales
Tales of painful love
Tales of being apart and together
Joy and sorrow of far past,
I am blossomed in flower.
As I stare back to my past
Your image stands before me
In guise of Northern Star
That remains ever alert in my memory,
We floated together in the stream of twin love
To swamp to the shore,
It pierces through the darkness of mid night
The Sun dawns in the sky of my heart
In my memory you live forever.
We have flown down together
From the fountain top
Along the stream of our dual love
Originated from the heart of eternal past.
Among crores of lovers
We played together
In the ocean of tear and love,
Tear of tragedy and the joy of comedy,
The past love rejuvenalized in new colour
In an anewed voice of joy and sorrow
In the tear of union and depart
I love you
Love you the eternal love.
Today the love of everyday
Has come to an end
It has bowed down at your feet.
The joy of the world
Sorrow of life
Swayed with that eternal love
A love for humanity has been sung
The song of all the poets
The poets of all time
Merged in the shore of a river
Dissolving in one universe.
————————————–
অনন্ত প্রেম
——————
‘মানসী’ কাব্যগ্রন্থ, রবীন্দ্র রচনাবলী, ১২৫তম রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত সুলভ সংস্করণ, বিশ্বভারতী, ১৯০৮, পৃঃ ৩৩২
———————————-
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
কালের তিমিররজনী ভেদিয়া
তোমারি মুরতি এসে,
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
আমরা দুজনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে,
মিলনমধুর লাজে–
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
যত শুনি সেই অতীত কাহিনী,
প্রাচীন প্রেমের ব্যথা,
অতিপুরাতন বিরহমিলনকথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে
দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া
তোমারি মুরতি এসে,
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
আমরা দুজনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে,
মিলনমধুর লাজে–
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
আজি সেই চিরদিবসের প্রেম
অবসান লভিয়াছে
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ,
নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে
সকল প্রেমের স্মৃতি–
সকল কালের সকল কবির গীতি।
জোড়াসাঁকো
২ ভাদ্র ১৮৮৯
==================================