–
–
আমরা সুন্দর একটা
সকাল দেখবো,যেখানে
আমরা পরিচ্ছন্ন প্রকৃতির
কোলে বিচরণ করতে দেখবো
চেতনার আলোকে উদ্ভাসিত
একালের যাত্রীদের।
–
আমরা স্বাস্থ্য সচেতন পরিচ্ছন্ন একটা
সমাজ দেখবো যা হবে যুগসন্ধিক্ষণের
অপার বিস্ময়,জন-কলরবে সিঞ্চিত।
–
আমরা পরিচ্ছন্নতার ইতিহাসে
অম্লান তাকাবো;যেখানে সুস্থ,সুন্দর
একটা সভ্যতার গতিপথে বিবর্তন
থেকে বিবর্তনের ধারায় আজকের
বাংলা ও ভারতের স্বপ্নতত্ত্ব উজ্জ্বল।
–
–