–
–
মৃত্যুর স্বাদ পেতে বড্ড ইচ্ছা করছে –
মনে হচ্ছে যদি এখনই নিজেকে শেষ করি,
একমুঠো ঘুমের ওষুধ, কিংবা অন্য কোন পথে!
যেন মৃত্যুটা সুনিশ্চিত হয়, তারপর আর কিছু নয়।
জীবন যাপন আর সহনশীল নয়,
সব কিছু চাওয়া পাওয়ার শেষ বিন্দুতে দাঁড়িয়ে
মাথা ঝুঁকে গেছে শত শত অপমানে, মিথ্যা অপবাদে।
জীবনেয় জয়গান আজ থেমে যাক সুন্দর মৃত্যুশয্যায়।
হয়ত সবাই বলবে আমি পরাজিত, ভীত,
হয়ত সেটাই ঠিক, জীবনের লড়াইতে আমি ক্লান্ত,
নিজেকে লুকিয়ে রেখে আর কতবার মরে বেঁচে থাকা যায়?
কতবার প্রমাণ করতে হবে আমাকে, আর কতবার?
মিথ্যার জালে বন্দী জীবন ছটপট করছে মুক্তির আশায়!
জানি প্রাণহীন দেহটা নিয়ে মরা কান্নার লোকের অভাব হবে না,
ক্ষুদ্র স্বার্থান্বেষীর দলের নাটুকে কান্নায় চাপা পড়ে
যাবে মায়ের মমতা, বন্ধুর ভালবাসা!
তবুও সেই নাটুকেরা জিতে যাবে মৃত্যুর উপত্যকায়।
জীবন তুমি ছুটি চাও, তবু আমি দিতে পারছি কই?
এটাও তো আরও একটি ব্যর্থতা, ব্যর্থ আমি বারবার,
জীবনের জয়গানে কিংবা মৃত্যুর আলিঙ্গনে!
জীবনের স্বাদে বঞ্চিত, মৃত্যুর স্বাদ পেতে চাই,
পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না কেন?
–
–