–
–
নিখিলেশ পড়ে মনে ?
সেই ঝরো ঝরো মুখর
বাদর দিনে
–
সেই বেলেঘাটার পার্ক
সেই পাঁচ মাথার মোড়
সেই লালচে নীলচে স্বপ্ন
আর ভালবাসার ঘোর।
–
সেই ছাতার নীচে ভেজা
বৃষ্টি অঝোর ধারে
তোমার ঠোঁটের আলতো ছোঁয়া
আমার কাঁধে, ঘাড়ে।
–
তোমার আঙুল ছুঁয়ে
আমার আঙুল খেলা
বৃষ্টি ভেজা রাতগুলো তে
স্বপ্নে ভেসে চলা।
–
গড়িয়া হাটের পার্ক টা জানো
আজ ও তেমন ফাঁকা
আজ ও নতুন প্রেমিক যুগল
লুকিয়ে করে দেখা।
–
বৃষ্টি করে স্বপ্নে তাদের
ভবিষ্যতের রোপণ
তোমার আমার ভাগ্যে শুধুই
অতীত স্মৃতি রোমন্থন।
–
–