–
–
শীত এলে ওদের মুখে ফুটে হাসি
জঙ্গলে যারা গাছের ছায়াতলে বেঁধেছে ঘর ।–
শীত এলে ওদের কর্ম ব্যস্ততা বাড়ে
জং ধরা খেঁজুর গাছগুলো সাজে ।–
সারা বছর যে গাছেরা অযত্নে রোদ ,জল মেখে থাকে দাঁড়িয়ে
সেই গাছেদের কদর যায় বেড়ে ।–
গাছগুলোর ডালপালা ছাঁটা হয়
নতুন রুপে সাজে গাছসহ বন ।–
গাছেরাও যেন সঞ্চিত ধন ,
ওদের বিলিয়ে দেয় অকৃপণ ভাবে ।
–
–