–
–
হাওয়া মনে হালকা হই, উড়ে বেড়াই।
ফুরফুরে খুশির বাতাসে এলিয়ে দিই শরীর ।
নরম আদর আমার গায়ে এসে পড়ে ,ধুলো থেকে।
রৌদ্র হাসির মেয়ে, চোখ খুলে দেয়।
আমি পরিস্কার আকাশ দেখি জলে, তার ছায়ায় পাখি ও মাছেদের লীলাখেলা দেখি ,আর অবাক হয়ে ,তাকিয়ে থাকি ঢেউ !–
এই সমস্ত বয়স কখনও গল্প শোনেনা ।
কবিতা বিশ্বাসে তাদের প্রেম এসে যায় ,হৃদয় থেকে। আর জল গড়িয়ে যায় দূর …বহুদূর….–
তারপর বসন্ত ,অন্ধকার গাঢ় হয়ে এলে তখন রঙীন হাওয়ায়,রাতে ,তাদের উড়ে যাওয়া দেখি।
–