–
–
একজন প্রেমিক তার প্রেমিকাকে কথা দিয়েছিল,
তোমাকে আমার সবকিছু দিলাম।
প্রেমিকা সেদিন কিছুই নেয়নি।
ভয় ছিল;
যদি না তাকে সবকিছু দিতে পারি!
–
তাকে ঘুরতে নিয়ে গিয়েছিল,
নতুন গহনা দিয়ে সাজিয়েছিল,
প্রেম-ভালোবাসা-সোহাগ সবকিছু বিলিয়ে দিয়েছিল,
তবুও তাকে হারিয়েছিল।
–
কিছুদিন আগে তার স্বামী মারা গিয়েছে,
এখন সে তার পুরানো প্রেমিকের কাছে ফিরে এলো।
প্রেমিক সবকিছু দিতে রাজি ছিল আজও,
শুধু সাদা কাপড়টা রঙিন করতে চাইলো না।