–
–
ভাল্লাগেনা ট্রাফিক জ্যামে
গুলশান কি বাড্ডা,
ফেসবুকে তাই ঘাপটি মেরে
পন্ড হলো আড্ডা।
–
ভাল্লাগেনা পলিটিক্যাল
টক-শো, মিটিং নাটক,
হরেক মেলা সেলিব্রেশান
চারদেয়ালে আটক।
–
ভাল্লাগেনা কলেজ গেটে
ঝাল-চকোলেট হালিম,
ফর্মালিনে চুবিয়ে খাওয়া
আমড়া,পেঁপে, ডালিম।
–
ভাল্লাগেনা ডিশ চ্যানেলে
সিরিয়ালের চাপ
কনসার্টএর বিকৃত সুর
ডিগবাজি আর লাফ।
–
ভাল্লাগেনা ভাল্লাগেনা
মেন্টালি তাই বোরিং
উদোম গায়ে বুদ্ধু মিয়া
মর্নিং ওয়াক ধরিং।
–