–
–
ওই লোকটাকে দেখেছেন কোথাও
লম্বা ,রোগা ,ঝাঁকড়া চুল, চাপা রঙ
—
চোখে মোটা ফ্রেমের চশমা,আর
কাঁধে একটা কাপড়ের ব্যাগ
—
একটু ঝুঁকে চলে তবে হোঁচট খায় না
মদ খায় না , সিগারেট না ,চা-ও না
—
ব্যাগে ছাতা, জলের বোতল, আর
বই , শুধু বই ,অনেক অনেক বই
—
তবে বাস্তব জানে না একদম
সবাইকে ডেকে ডেকে ভুল ধরায়
–
আমাকেও করেছে অনেকবার
অযাচিতভাবে, বিরক্ত করেছে
—
সেই লোকটাকেই খুঁজছি আমি
আজ তাকে দরকার , খুব দরকার
—
আজ বিরক্ত হব না, রাগ করব না
লোকটা যাই বলুক মন দিয়ে শুনব
—
সেদিন ওর কথা শুনেছি বিরক্তিতে
সেটাই দেখিয়েছে পথ আমায় উন্নতিতে
—
সেই লোকটাকে হয়ত আর পাব না
ওরা তো ইচ্ছাধীন, ডাকলে আসে না
–