–
–
জানি ছুঁতে পারবোনা
তবু মন যে মানে না।
হারানোর বেদনা
আমার মধ্যে নেই
তোমাকে পেলাম বা কখন?
কষ্টগুলো চেপে রাখার মধ্যেও
এক অন্যরকম অনুভূতি
হাসিমুখে থাকলেও
নীরবে হৃদয়ে ক্ষতি।
কখন যে কবে?
তুমি অন্যের হবে,
এমনই এক দিনে
আমার ভালোবাসা চিরতরে বিদায় নিবে।
এলোমেলো শব্দ গুলো
আজ বড়ই বেমানান
নিরবে মনের ভেতর রঞ্জিত হয়
বিরহের গান।
প্রেমে পড়া কখন যে?
তা আমি জানিনা
তুমি আমায় ভুলে যেও
আমি তা ভুলতে পারিনা।
জানি ছুঁতে পারবোনা
তবু মন যে মানে না।
–
–