–
—
আমি পাঠক হতে রাজি
যদি তুমি লেখ
আমি আয়না হতে রাজি
যদি তুমি আমায় দেখ।
–
আমি কবি হতে রাজি
যদি পড় আমার লেখা
আমি থাকব অপেক্ষায়
যদি কর তুমি দেখা।
–
আমি জুতো হতে রাজি
যদি হাঁটো সঠিক পথে
আমি বাঁচব নতুন করে
যদি থাকো আমার সাথে।
–
রাজি হারিয়ে যেতে আমি
যদি তুমি আমায় খোঁজ
ভুল শুধরে নেব আমি
যদি তুমি আমায় বোঝ।
–
জাগতে রাজি আছি
যদি জাগো আমার সাথে
আমি মরতে আছি রাজি
তুমি শান্তি পেলে তাতে ।
–