–
—
বিবাহের ১০ বছর অতিক্রান্ত হওয়ার পরও রমার সন্তান হলো না। একটা নাতি/নাতনির মুখ দেখালো না, শাশুড়ি কাছে নিত্য গঞ্জনা শুনে ও স্বামীর অবহেলায় রমা ঠিক করল জীবন শেষ করে দেবে। সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে , চেয়ারে উঠতেই মাথা ঘুরে অজ্ঞান । চোখ খুলে দেখল নার্সিংহোমের বেডে। ডাক্তার হাসিমুখে বলছেন; কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনি মা হচ্ছেন… রমার বেঁচে থাকার টার্নিং পয়েন্ট..