–
—
আমারও বাবা হতে খুব ইচ্ছে হয়
কন্যা সন্তানের বাবা!
আমার শক্ত হাতের আঙ্গুল ধরবে
তার কোমল হাত।
আমি আর মেয়ে হাঁটব পথ হারা
কিছুটা পথ যেতেই সে বলে উঠবে
বাবা ! ও বাবা
আমি আর হাঁটতে পারছিনা
কোলে তুলে নিব আমি তাকে
তার কোমল মায়াবী মুখ খানা
স্থান পাবে আমার বুকের উপর
একটা সময় হয়তো সে ঘুমিয়েও যাবে
আমি তবুও হেঁটে যাব ।।
–
হঠাৎ ওর ঘুমের ঘোর কেটে গিয়ে বায়না ধরবে,
চকলেট,চিপস, আইসক্রিম কত কিছুই না তার চাই
ভয় পাব আমি তার কথা শরীর খারাপ হবে ভেবে
তার হাতে পাওয়ার আনন্দ ঘিরে রাখবে আমার ভয়
কারণ আমি যে বাবা!
–