–
—
জীবনে আর কিছু করুন বা না করুন
একটা গাছ অবশ্যই মনে করে লাগান
—
নিজের জমিতে, বন্ধুর জমিতে, পুকুর পাড়ে
না হলে পাড়ায় একটু জায়গা করে নিয়ে
—
কিন্তু গাছটা অবশ্যই মনে করে লাগান
আম, জাম, লিচু যাই হোক না কেন
—
একটু বড় দেখে, বট বা অশ্বত্থ হলেও হবে
শুধু মনে করে লাগান আর একটু যত্ন করুন
—
অমৃতের জন্য সমুদ্র মন্থনের দরকার নেই
অমৃত আপনার হাতের মুঠোয় পাবেন
—
আপনার বাড়ি, গাড়ি, টাকা থাক বা না থাক
আপনি যখন থাকবেন না, গাছটা থাকবে
—
যদি ফুল, ফল দিতে পারে খুব ভালো
না হলেও দেবে ছায়া, প্রাণবায়ু আর আশ্রয়
—
একটা গাছ অবশ্যই মনে করে লাগান
গাছটাই আপনাকে অমরত্ব প্রদান করবে
–
–