–
—
হে যৌবন সুন্দর, শোনোনি কি আহবান ঝরার
দিন ফুরালে প্রয়োজন থাকবে না আর
সর্বস্ব শেষ হবে সবাই যা করেছে চয়ন
মিলাবে শৈশবসম মধুর আলাপন
কিসের লাগি সাজাও অঙ্গ প’রে আভরণ
তার চেয়ে ত্যাগ কর যাত্রা পথে যা কিছু আপন।।
–
কাননে কতফুল ফোটে অনাদরে
কত মালা গাঁথা হয় কত যে যায় ঝরে
তাই আজ সার্থক কর মানবজীবন
রামধনুর ছটায় জাগুক নিরাসক্ত মন
ভয় নয়, ক্ষেদ নয় হে সুন্দর তোমার
নিরালায় বসে কর সাধনা অপার
–
যে হৃদতন্ত্রে আছে প্রেম করুণা
তারে সাজাও ধরা মাঝে করো দেখাশোনা
সার্থক করো তোমার মাতৃবন্দনা
উচ্চ শিরে করে যাও অনন্ত বন্দনা
যেখানে নিবন্ত চুল্লি নিবে যায় বাতাসে
মঙ্গল দীপ জ্বালাও সেথা নিত্য অবকাশে।।
–
–
সত্যেন্দ্রনাথ পাইন।
সোনাতলা হাওড়া।