–
—
ইন্টারভিউ বোর্ড – মহীতোষ গায়েন
–
প্রশ্নকর্তা: আপনার পরিচয় দিন
প্রার্থী: সাগরনীল সরকার,এম.এ,বিএড,পিএইচডি,
এইসময় কলেজের অধ্যাপক,গবেষণা কাজ,কৃষক
আন্দোলন,এই নিয়ে ৭ বার,বঞ্চনার বোঝা বওয়া।
বোর্ড: পাওয়ার পয়েন্টে ইংরেজিতে
কোন একটি বিষয় নিয়ে পড়ান
প্রার্থী: পড়ালাম,কোনো প্রশ্ন?
বোর্ড :বিষয়ের রেফারেন্স বই কিছু বলুন
প্রার্থী: ৬টি বললাম, আর কিছু বলবো?
বোর্ড: না,আপনার গবেষণা কাজ নিয়ে কিছু বলুন
প্রার্থী: কৃষক আন্দোলন ও কাজ নিয়ে বক্তব্য
উপস্থাপন।
বোর্ড: ইংরেজীতে পড়াতে পারবেন?
প্রার্থী: পারবো।
বোর্ড- এ পি আই স্কোর কত?
প্রা:৫৮২
বোর্ড- বেশ,ভালো হয়েছে উত্তর ।
বাড়ি ছেড়ে এতদূরে কিভাবে থাকবেন?
পাবলিকেশন সব দেখান।
–
প্রার্থী সব দেখিয়ে,গুছিয়ে নিয়ে,সবাইকে বিদায় সম্ভাষণ জানিয়ে কক্ষ ত্যাগ করে।তারপর দুজন প্রার্থী
ইন্টারনভিউ দিয়ে বিদায় নিল।বন্ধ দরজার মধ্যে ভবিষ্যৎ রচিত হলো।
১মাস পরে ফলাফল জানা গেল।যথারীতি মেধা ও
মননের হত্যাকারী বোর্ডটি আসলে ছিল প্রহসন,নিয়ন্ত্রিত,পরিকল্পনা মাফিক,যার ব্লুপ্রিন্ট
আগেই রচিত হয়েছিল। কি সেই ছক ছিল? বিশ্বস্ত
সূত্র থেকে জানা গেল-অর্থ,নারী আর উদ্ধতন কতৃপক্ষের ত্রিকোণ প্রেমের প্রহসন ছিল সাধের
ইন্টারভিউ বোর্ডটি।এভাবেই রচিত হচ্ছে ইতিহাসের
মৃত্যু, মৃত্যুর ইতিহাস;রং,বর্ণ ও গন্ধময়।মহাকালের
বঞ্চনার মহাকাব্য।
–
–