–
—
অথচ হেরে যাওয়া তুমি
আমার হৃদয় খোলা পেয়ে ঢুকে পড়লেই
জিতে নিতে আলো ।–
তোমার বাতাবী লেবুর ও – বুকে ভালোবাসা অন্ধ হতে হতে কলঙ্কিত শহরের অজস্র গল্পের ভিতর ডুবে যায়। যেন চাঁদের খদ্দের তুমি , যুবতী , কারও পাশে থেকে বসে কলঙ্ক গুনছ একটি , দুটি …
ভয়ের কম্প হাওয়াতে ঠান্ডা লাগা তোমার কথা রাত ভারি হয়ে এলে যেভাবে রহস্যে লুটায় , ঠিক সেইভাবে হারিয়ে যাচ্ছ কোথাও ।
–
আর যেন টাল খাওয়া ছেলেদের ঘরে ফেরা খুব রাতের মতো ফুরিয়ে যাচ্ছ জীবন ।–
প্রেমিকার বৈবাহিক আলো ,
যখন প্রেমিকের বুকে বিঁধে অন্ধ হয়ে যায়
তখনও ঠিক এমনটিই ঘটে !
–
লেখকের নাম :- সুপ্রভাত মেট্যা
গ্রাম :- বলরামপুর
পোষ্ট :- জয় বলরামপুর
থানা :- তমলুক
জেলা :- পূর্ব মেদিনীপুর
পিন :- ৭২১১৩৭
email :- guddusiktu@gmail.com