–
—
না শুকতারা, না ধ্রুবতারা
কোনোটাই হতে পারিনি
হতে পারিনি কালপুরুষও !
–
কালের নিয়মে কেউ কেউ হয়
–
জীবনের সবটাই গরমিল
ছন্দমিল থেকে অন্তমিল
সেও তো অংকের খেলা
যারা পারে তারা কষে
আমি তো অংকে চিরকালই কাঁচা
–
তাই আজ অবধি বন্ধুর পথ
দিয়েই হেঁটে এলাম
একগাদা কাগজে হিজিবিজি কাটলাম
কিছু গেল আঁস্তাকুড়ে
কিছু আগাছার মতো রয়ে গেল
ঠিক মতো ছাঁটাও হলো না
না ফুটলো ফুল, না হলো ফল
–
এর থেকে পরজীবী লতা
হলে বেশ হতো
আমার কোনো দায় থাকতো না
কেয়ারি করা বাগানের এক কোণে
পড়ে থেকে থেকে ফুলেদের মরশুমে
বিজয় উৎসব দেখতাম
কেউ ফিরেও তাকাতো না
–
একসময় জীর্ণ হতে হতে
সময়ের শর্ত মেনে
ঝরে পড়তাম —–
–
সকালে বাগানের মালী এসে
শিকড় সুদ্ধ উপড়ে দিত l
–
–