–
—
অনেক দিন পরে
অনেক পথ ঘুরে
এসেছি আবার
তোমার দুয়ারে ।
চোখ শুকনো
মন রুখনো
দেখি এখনো
স্বপ্ন বিছানো–
আজও সদরে।
কী যে করি ভাই
মুখ যে লুকাই
কুন্ঠ যে গ্রাস করে।
বিলাস আর বৈভবে
বুঝে ছিলাম সব হবে
সে বোঝায় ছিল ভুল কত
নামল বিপদ আজ অবিরত
মনে হল কার যেন পাপে
এ পৃথিবী কাঁপে
বাসনার অনলে
সব যাবে চলে
বাঁচব কোথায়?
তাই আবার এলাম
মা,তোমার দরজায় ।