–
—
আমার ভালোলাগে,
শরতের আকাশে এক টুকরো চাঁদ
সূর্যের বিকিরণে আকাশের বুকে বাঁকা রঙধনু,
আর ঝিরঝিরে বৃষ্টির ফাঁকে একটু রোদের হাসি।
আমার ভালোলাগে,
শীতের সকালে একফালি রোদ
ঘাসের শিরে জমে থাকা ছোট ছোট শিশিরের কণা,
আর হিমবাহে নদীর পাড়ে বসে একটু রোদ পোহানো।
আমার ভালোলাগে,
শ্রাবণের দুঁপুরে ঝুম বৃষ্টি
বিল -ঝিল আর প্লাবিত ভূমির বুকে,
ফুটে উঠা শাপলা ফুলের মেলা !
আর কলাগাছ কেটে ভেলা বানিয়ে
মাঝনদীতে লাফিয়ে স্নান করা।
আমার ভালোলাগে,
পরন্ত বিকেলে পশ্চিমাকাশে হেলে পড়া
রক্তিম সূর্যটা, সন্ধ্যা নেমে আসায় পাখিদের,
কিচির মিচির কোলাহল, আর গরু ছাগলের দল !
আর আযানের ধ্বণিতে মুখরিত সন্ধ্যা ।
আমার ভালোলাগে,
সন্ধ্যাকাশে ভেসে উঠা ধ্রুব তারাগুলো
তাদের পাশে ফুটে উঠা পূর্ণিমার চাঁদটি,
আর আধাঁর রাতে নিঁঝুম বনে জোনাক পোঁকাদের
মিটিমিটি জ্বলে জ্বলে উড়ে চলা।
আমার ভালোলাগে,
মাঝি – মাল্লার কণ্ঠে ভেসে আসা ভাটিয়ালী গান
অথৈ সমুদ্রে জীবিকার টানে জাল নিয়ে
নেমে পড়া মাঝিদের দল, বিল কিংবা নদীর জলে
পানকৌড়ির ডুবে ডুবে মাছ ধরা !
আর শিশুদের কৌতুহূল মাখা চোখ।
আমার ভালোলাগে,
সবুজ ফসলের মাঠে বাতাসে জেগে উঠা
ঢেউয়ের খেলা, ফসলের মাঠের আইলে দাড়িয়ে
ঘুড়ি উড়ানো ! সুনালী ধানে ভড়ে উঠা আঙিনা।
আর কৃষাণিদের বেস্ততার ফাঁকে পান খাওয়া
লাল টুকটুকে দুটি ঠোটের ফাঁকে গালে টুল পড়া
একটু হাসি।
আমার ভালোলাগে,
আমাদের জাতীয় সংগীতের সেই লাইনটি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,
আমার সোনার বাংলা আমি তোমায় ভলোবাসি ।
–
–