–
—
কে বলে আমি আর আগের মতো নেই,
অনেক পাল্টে গেছি !
আমি এখনো রাত জাগা পাখির ডাক শুনে
বেরিয়ে যাই অন্ধকারে,
নিশানা করে তোমায় খুঁজি ।
এক ফালি চাঁদ মেঘে ঢেকে যায়,
কুয়াশার চাদরে জড়িয়ে ঘন হয় অন্ধকার,
আমি তারও মাঝে হেঁটে চলি…
ভোরের আলো যখন শিশির মোছার কাজে ব্যস্ত,
তখনও আমি তোমাকে নিয়ে স্বপ্নে বিভোর !
দু’চোখে শুধু তোমায় দেখার স্বপ্ন ।
শিশিরে পা ভিজে যায়,
দূর্বা মাথা নাড়িয়ে আমাকে স্পর্শ করে ।
রাঙা সকাল আর পাখিদের কাকলী
আমাকে পথ দেখিয়ে নিয়ে যায় ।
দিগন্তে সবুজ রেখা আর নীল আকাশ,
মিশরের পিরামিডের মতো চুমে একে অপরে ।
দৈব দানব মায়াজাল বোনে অমৃতের লোভে !
তবু আমি হেঁটে চলি,
শুধু তোমার খোঁজে ;
যেমনটি করে এতোদিন খুঁজেছি….
–
–