–
—
কে দিয়েছে এই অধিকার,অসম্মান করার?
একবার আকাশের দিকে তাকাও,একবার
জলের দিকে,দেখবে তারা বিদ্রুপ বাণ দিয়ে
তোমার অসংযমী পিলার সব বিদ্ধ করছে।
সমস্ত সত্তা দিয়ে আপন করার প্রতিদানে
ভুল বুঝে অশোভন আচরণ,কিসের দম্ভ,
অহংকার তোমার?দেখে নিও সব পুড়বে,
ছাই হবে একদিন,ধ্বংস হবে মৈত্রী-বাসর।
সরলতা,নিষ্ঠা আর সংযত ব্যবহার
বলি দিয়ে হয়ে উঠলে আত্মঘাতী?
একদিন মিশে যাবে মাটিতে,মাটিও
তোমার অমার্জিত অপরাধ ভুলবে না।
এখনও সময় আছে,শুধরে নাও,সমস্ত
শরীরে মাখো শান্তি জল,না হলে মানুষের
কাছে তুমি জল্লাদ,কসাই!সামাজিক ঔদার্য
বিসর্জন দিয়ে হৃদয়ে মাখলে কেন বিষাক্ত বিষ?
না পোষালে,স্বার্থ চরিতার্থ না হলে তোমার
আকাশ থেকে বানভাসি হবে,তুমি অনন্ত
বিচ্ছেদ ভেলা ভাসিয়ে দিও,ভেলা বেয়ে চলে
যাবে কালের রাখাল,ইতিহাস ঠিক তৃপ্তি পাবে।
–
–