–
—
প্রেমহীন জল
লবণহীন রন্ধনের মতই
বিস্বাদে বিস্বাদে বিষাদপুর….
অর্থাৎ রন্ধনে লবণ মাহাত্ম্য
আর জলে প্রেম মাহাত্ম্যের
কোনো বিকল্প নেই
এখানে বিকল্প একটি নিষিদ্ধ শব্দ….
লবণ অমৃতবৎ
এই শংসাপত্র স্বয়ং ঈশ্বর প্রদত্ত
অতএব, বৃহত্তর অর্থে
জলজুড়ে প্রেমও লবণবৎ
এই শংসাপত্রেও জটিলতা নেই….
শুধু যাপনে যারা দুষ্টু ষন্ড
একমাত্র তারাই বোঝেনা মূল একক
কিম্বা প্রকৃত নির্যাস….।।
–
–