–
—
সময় কিভাবে চলে যায় স্বপ্নদেশে?
আমার ঘুমেতে যারা আসে ফিরে ফিরে
তাদের কাছেও কি আমি
সেইভাবে ধরা দিতে পারি…
কত কত রাত এভাবেই কেটে যায়
তাদেরই কথা ভেবে
সেভাবে কি তাদের কাছে পৌঁছতে পারি…
জানিনা আমার ঘুমে কে কে আসে যায়
ঐ অসারতায় সব কিছু ভুলে
যারা আসে তাদের কি হত্যা করি আমি
প্রতি রাতে ঐ ঘুম ভেঙ্গে গেলে?
কে জানে স্রষ্টা কে আর কেই বা ঘাতক
তবু এ এক অযাচিত পাওয়া মৃত্যুশোক…