–
—
মাথার ভিতর ঢেউ ওঠে সমুদ্রের
বুকের গভীরে শুনতে পাই তীব্র গর্জন
চোখে ভাসে দিগন্ত রেখায় জলের সীমানা
মাঝে মাঝে টের পাই সামুদ্রিক উদ্ভিদের গন্ধ
তুমি বলো, ‘আমার বুকে করে সমুদ্র গর্জন’
বিভান্ত মন আমার, মনে হয় জন্ম আমার সমুদ্রের গর্ভে।
বাল্য কাল শৈশব কেটেছে সোনালী বালুর চরে
আমার গায়ের রং সমুদ্রের মতো নীলাভ
তুমি বলো, ‘আমি সমুদ্রের প্রানী’
কে জানে?
কখনও কখনও মানুষ বুঝতে পারে না
কে তাকে জন্ম দিল? কে তার জননী?
কে তাকে ধারন করে দিয়েছে লালিত্য
দিয়েছে বুকের গহন মহলে অজস্র ঢেউ
এই সৃর্যোদয়ের সন্ধিখনে,
আমি হয়ে উঠি সমুদ্র মানুষ।
–
–