–
—
করুণসুরে বাঁশি বাজিয়ে
আর আমাকে কাছে ডেক না।
ভেকধারি এই উর্দি না হলে
বাড়বে শুধুই বিড়ম্বনা।
অনেক দিন ধরে অমল ধবল
নৌকোর পালে লাগে নি বাতাস
তবু পাগল সমীরণ –
আজ কেনএমন
আমাকেই তুই চাস?
অন্তর হতে মনের মিছিলে ঘুরে
শতছিন্ন শান্তিপুরী শাড়ি কোথা গেছে উড়ে
এখন আমি স্বপ্ন বিহীন,ভাল্লেগা না র দলে
ও বাঁশিওয়ালা থামাও তোমার বাঁশি
আমি ঘরেই যাব চলে।