–
—
একাত্তরের এই দিনে রণাঙ্গনের প্রান্তরে
বুক চিতিয়ে লড়াই করে এনেছিল যারা বিজয়,
সালাম জানাই তোমাদের তরে,
ভালো থেকো শহীদ গাজি তোমরা দু’পাড়ে !
আমরা জাতি বীর সেনানী পাইনা কভু ভয়
রক্ত দিয়ে একাত্তরে তাই এনেছিলাম জয়,
ত্রিশলক্ষ তাজা প্রাণে দুইলক্ষ মা -বোনে দিয়ে বিসর্জন
পাক হানাদার পিশে মেরে করেছিল স্বাধীনতা অর্জন !
রক্তে ভেজা বাংলা মায়ের সবুজ আচল খানি,
বিজয়ানন্দে উড়াই মোরা ফাটিয়ে বজ্র ধ্বণি !
ষোল তারিখ ডিসেম্বর যখনই আসে ঘুরে
নতুন চেতনায় এভাবেই আসে বারবার বিজয় ফিরে।
বাংলার আকাশে ধামামা বেজে বইছে খুশির ঝড়,
বিজয়ানন্দে পালন করি তাই ষোলই ডিসেম্বর !
–
–