–
—
এই এলোমেলো জীবনের গল্প বলতে আর ভালো লাগে না
তবুও কেন যে বলি, কেন যে ফিরে যেতে চাই সেই ফেলে আসা -শৈশবে নিজেই জানি না,
সকলেরই শৈশব থাকে
সকলেই লুকোচুরি খেলি
নিজের সাথে
কী ছিল সেই জীবনে –
প্রিয় জনেরা থাকলেও তুমি তো ছিলে না
কোথায় হারিয়ে গেলো সেই খুশির মাঠ কোথায় হারিয়ে গেলো সেই উছল নদী
আরও পরে আসা তোমার -আমার গল্প সময়;চির কুটে লেখা যত সব কল্পকথা
জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ
কিংবা জীবনানন্দ’র বনলতা সেন?
আরও কী কিছু ছিল –
হৃদয়ে রবীন্দ্রনাথ কিংবা চেতনায় নজরুল ;
সব তো শেষে হারিয়েই গেলো l
জীবন ! আর একবার ফিরিয়ে দাও না সেই হারিয়ে যাওয়া সময়টাকে
আবার নতুন করে এক স্বপ্ন গড়ি
একটা নৌকা ভাসাবার নদী আঁকি
এজীবনে যা পেলাম না সে গুলো খুঁজে বেড়াই –
একটা একটা করে বেলাশেষের পালক বাঁধি
আর শ্মশানের সামনে গিয়ে চেতনার আগুন জ্বালি –
কিংবা অন্তর্জলি যাত্রার গল্প লিখি l
–
–