–
—
তুমি আন্দোলন করো ক্ষমতার লোভে
আমি আন্দোলন করি ভাতের খোঁজে ।
তুমি আন্দোলন করো সংবিধান ভেঙে
আমি আন্দোলন করি নিয়ম মেনে ।
তুমি আন্দোলন করো চোখ রাঙিয়ে
আমি আন্দোলন করি হাত জোড় করে ।
তুমি আন্দোলন করো কটাক্ষ করে
আমি আন্দোলন করি সম্মান দিয়ে ।
তোমার আন্দোলনের মূল মন্ত্র ক্ষমতা লাভ
আমার আন্দোলনের সম্মিলিত চিৎকার,
“আমাদের সসম্মানে বাঁচতে দিন
আমরা যে দুঃস্থ পরিবারের হতদরিদ্র দীন”
–
–